আন্তর্জাতিক -
২০০৮ সালে আর্জেন্টিনার অনুর্ধ ২০ দলের হয়ে প্রথম আন্তর্জাতিক দুনিয়ায় নাম লেখান লিওনেল মেসি। পরের বছর যুব বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ান করার ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। ঐ বছরই বয়স ১৮ মেসি প্রথম আর্জেন্টিনার মূল জাতীয় দলে খেলার সুযোগ পান। তবে ৫ আগস্ট মেসির অভিষেক ভাগ্যাটি মোটেই সুখকর ছিল না। হাঙ্গেরির বিপক্ষে ৬৩ মিনিট পর মাঠে নামার সুযোগ পেলেও ৩ মিনিটের মধ্যে লাল কার্ড পেয়ে মুখ নিচু করে বেরিয়ে যেতে হয়। সেদিন ম্যারাডোনা বলেছিলেন মেসি নয় ফুটবলের সঙ্গেই অবিচার হয়েছে। মেসি কখনো মারমার কাটকাট ফুটবল খেলেন না। আর্জেন্টিনার হয়ে ১৩ টি ম্যাচ খেলেছেন মেসি। যার ৩ টিতে মাত্র হার মানতে হয়েছে আর্জেন্টিনাকে। ২০০৯ সালে ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কোচের দায়িত্ব নিয়েই ম্যারাডোনা মেসিকে তার প্রিয়্র ১০ নম্বর জার্সিটি পরিয়ে দেন। ২০০৬ সালে বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭৪ মিনিটে মাঠে নামেন মেসি। সবচেয়ে কম বয়সি আর্জেন্টাইন হিসাবে সেটিই ছিল মেসির প্রথম ম্যাচ। সে ম্যাচেই গোল পান। বিশ্বকাপ ইতিহাসে কম বয়সি ৬ স্কোরারের জায়গায় নাম উঠে যায় তার। মেক্সিকোর বিপক্ষেও তার গোলে ড্র করে আর্জেন্টিনা। বিশ্বকাপ ছাড়াও ২০০৭ কোপা আমেরিকা এবং ২০০৮ অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে খেলেন মেসি। আর্জেন্টিনার হয়ে ১৩ আন্তর্জাতিক ম্যাচে ১১ গোল করেন।
ক্লাব -
পাঁচ বছর বয়সে রোজারিও জুনিয়র ক্লাব গ্রান্ডেলিতে হাতে খড়ি হয় মেসির। এরপর সেখানকারই নিউওয়েল রিভারবয়ে যোগ দেন মেসি। বার্সেলোনার যুবদলের হয়ে ২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে খেলতে নামেন। পরের বছরই বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। ২০০৫ সালে সবচেয়ে কম বয়সি ফুটবলার হয়ে স্প্যানিশ লীগে প্রথম গোল করেন। মেসির আগমনের বছরই বার্সেলোনা লা লীগা জিতে ট্রফিখড়া কাটায়। ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স লীগ এবং লা লীগা ট্রফি ঘরে তোলে মেসির ক্লাব বার্সেলোনা। ঐ মেৌসুমে ১৪ গোল করেন মেসি। ২০০৮ সালে তারচেয়ে বেশি ৩৮ গোলের দেখা পান মেসি। সব মিলিয়ে বার্সেলোনার হয়ে ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ১২৪ টি গোল করেছেন এবঙ ৪৮ টি গোলের বল বানিয়ে দিয়েছেন। তার উপস্থিতিতেই বার্সেলোনা ৩ বার স্প্যানিশ লীগ (২০০৮-০৫, ২০০৫-০৬, ২০০৮-০৯), একবার স্প্যনিশ কাপ (২০০৮-০৯), ৩ বার স্প্যানিশ সুপার কাপ (২০০৫, ২০০৬, ২০০৯), ২ বার চ্যাম্পিয়ন্স লীগ (২০০৫-০৬,২০০৮-০৯), একবার উয়েফা সুপার কাপ (২০০৯) জিতেছে।